কনের ঋতুস্রাব অবস্থায় বিয়ে কি শুদ্ধ হবে?

কনের ঋতুস্রাব অবস্থায় বিয়ে কি শুদ্ধ হবে? বিয়ে নবীদের সুন্নত। এটি নারী-পুরুষের বৈধ ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম। এর মাধ্যমে দুজন অচেনা-অজানা নারী-পুরুষ একই বাহুডোরে আবদ্ধ হন। শুরু হয় নতুন জীবন। এদের মাধ্যমে বংশবিস্তার হয়।অনেকে জানতে চান, আকদের তারিখ, বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। সেইমতে বিয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। হঠাৎ কনের ঋতুস্রাব শুরু হলো, এ অবস্থায় আকদ করলে বিয়ে শুদ্ধ হবে কি না।বিয়ের আকদ শুদ্ধ হওয়ার জন্য কনের পবিত্র অবস্থায় থাকা আবশ্যক নয়। কনের ঋতুস্রাব চলাকালীনও বিয়ে পড়ানো যায়। এ অবস্থায় বিয়ের পর বরের সঙ্গে দেখাসাক্ষাৎ ও একত্রে অবস্থান জায়েজ। কিন্তু পবিত্র হওয়ার আগে কনে ও বরের শারীরিক সম্পর্ক নাজায়েজ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, وَ یَسۡـَٔلُوۡنَكَ عَنِ الۡمَحِیۡضِ قُلۡ هُوَ اَذًی فَاعۡتَزِلُوا النِّسَآءَ فِی الۡمَحِیۡضِ وَ لَا تَقۡرَبُوۡهُنَّ حَتّٰی یَطۡهُرۡنَ فَاِذَا تَطَهَّرۡنَ فَاۡتُوۡهُنَّ مِنۡ حَیۡثُ اَمَرَكُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَ یُحِبُّ الۡمُتَطَهِّرِیۡنَ অর্থ...