Posts

Showing posts from September, 2025

৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি

Image
 ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি জুলাই বিপ্লবের শেষ মুহূর্তে শেখ হাসিনা পলায়নের পর তার কয়েক হাজার কল রেকর্ড ও বিভিন্ন ধরনের ফুটেজ মুছে ফেলে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। শেখ হাসিনার চারটি মোবাইল ফোন নম্বর থেকে এসব কলের রেকর্ড নেওয়া হয়। পরে এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে হাসিনার এসব কল রেকর্ড মুছে ফেলা হয়। এমনকি সে ফোনগুলোর মালিকানার তথ্যও মুছে ফেলেন শেখ হাসিনার অনুগতরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিয়াউল আহসানের নির্দেশের ৫ আগস্ট সন্ধ্যায় এনটিএমসি সদস্যরা নিজেদের জিম্মায় নিয়ে রেকর্ডগুলো মুছে ফেলে। তবে আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে এগুলো উদ্ধার করা হচ্ছে বলেও জানান তিনি। তানভীর হাসান জোহা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) স্পর্শকাতর তার বার্তাগুলো এনটিএমসি সদস্যরা নিয়ে যান। এসব কল রেকর্ড মুছে ফেলার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ঊর্ধ্বতন সদস্য জড়িত রয়েছেন বল...

সালামে থাকে শান্তি ও সৌহার্দ্যের বার্তা

Image
 সালামে থাকে শান্তি ও সৌহার্দ্যের বার্তা   পারস্পরিক সাক্ষাৎ এবং বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় একটি সুপ্রাচীন রীতি। প্রতিবেশ ও সামাজিক বন্ধনের ফলে মুসলিম সমাজের অভ্যন্তরে; এমনকি বাইরে অমুসলিমদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করতে হয়। প্রশ্ন হচ্ছে এসব বিষয়ে ইসলামের সুন্নাহ বা সংস্কৃতি কী? ইসলামে শুভ-অশুভের ধারণা বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে শুভ-অশুভের ধারণা আছে। ইসলামে অশুভ কুলক্ষণের কোনো চর্চা নেই; বরং আছে শুভের ধাইসলামে শুভ মানে পারস্পরিক কল্যাণ কামনা। আনাস (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, ইসলামে সংক্রামক ব্যাধি আর কুলক্ষণ বলতে কিছুই নেই। তবে ফাল তথা শুভ লক্ষণ আমাকে আনন্দিত করে। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, ফাল কী? তিনি বললেন, উত্তম বাক্য।সর্বপ্রথম ইয়েমেনের লোকেরা এই পদ্ধতি চালু করে। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫২১৩) ইসলাম সৌহার্দ্য প্রকাশের এই রীতি অনুমোদন দিয়েছে। রাসুল (সা.) বলেন, ‘যখনই কোনো দুই মুমিন ব্যক্তি সাক্ষাৎ করে পরস্পর মুসাফাহা করে, তখনই তাদের পৃথক হয়ে প্রস্থান করার পূর্বেই উভয়কেই ক্ষমা করে দেওয়া হয়।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৭২৭...

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

Image
 জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’ প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি।’ গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে পূর্ব আফ্রিকার দেশ মাগাগাস্কারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ‘জেন জি’ নামে পরিচিত এ বিক্ষোভ রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে। গত বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ...

জানুয়ারি থেকে জুলাইয়ে ধর্ষণের শিকার কতজন শিশু জানা গেল

Image
 জানুয়ারি থেকে জুলাইয়ে ধর্ষণের শিকার কতজন শিশু জানা গেল শিশুদের জন্য ভয়ের নাম হয়ে উঠছে নিরাপদ জায়গাগুলোরও অনেকখানি। পরিবার, স্কুল, এমনকি অনলাইনে কনটেন্ট তৈরির ক্ষেত্রেও তারা নির্যাতনের শিকার হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই—এই সাত মাসেই ধর্ষণের শিকার হয়েছে ৩০৬ শিশু। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। এই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে উন্নয়ন সংস্থা লিডো। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপ ফর ক্রিয়েটিং পজিটিভ আউটলুক টাওয়ার্ডস ওপ্রেসড চিলড্রেন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করে। লিডোর শিশু-কিশোর সাংবাদিক দলের সদস্যরা বলেন, শিশু নির্যাতন এখন ভয়াবহ সামাজিক সংকটে পরিণত হয়েছে। নির্যাতনের মাত্রা কমাতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইউনিসেফসহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এমনকি সুরক্ষিত পরিবেশ বলেও বিবেচিত জায়গাগুলোতেও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করাতেও অনেক সময় শিশুদে...

পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা : ইসলাম কী বলে?

Image
 পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা : ইসলাম কী বলে? ইসলামে শরীর ও আত্মার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শরীরের পরিচ্ছন্নতা ইসলামী জীবনাচারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নবী মুহাম্মদ (সা.) স্পষ্টভাবে বর্ণনা করেছেন, বগলের নিচ, নাভির নিচ এবং গোপনাঙ্গের আশপাশের পশম নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষ্কার করা উচিত।পায়খানার রাস্তার লোম (যেগুলো নাভীর নিচে এবং গোপনাঙ্গের আশেপাশে) কাটা বা পরিষ্কার করা জায়েজ আছে। সহিহ মুসলিম, সুনানে নাসাঈ ও মুসনাদে আহমদ-সহ একাধিক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, হযরত আনাস (রা.)-এর ভাষ্যে রাসূলুল্লাহ (সা.) এসব পশম ও নখ চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। এর বেশি সময় অবহেলা করা শরীয়তের দৃষ্টিতে গুনাহের শামিল হতে পারে। শরীয়তে নির্দিষ্ট কোনো পদ্ধতি বাধ্যতামূলক নয়। ব্লেড, কাঁচি, হেয়ার রিমুভাল ক্রিম বা যে কোনো স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ উপায় ব্যবহার করা বৈধ। মূল লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রা। তবে ৪০ দিনের বেশি সময় এসব পরিষ্কার না করলে তা অবহেলার পর্যায়ে পড়ে এবং তা গুনাহ হতে পারে। তবে শুধু এ...

রিসোর্টে যেভাবে ধর্ষিত হন অভিনেত্রী, চাঞ্চল্যকর তথ্য দিলেন নিজেই

Image
 রিসোর্টে যেভাবে ধর্ষিত হন অভিনেত্রী, চাঞ্চল্যকর তথ্য দিলেন নিজেই গাজীপুরের শ্রীপুরে নাটকে অভিনয়ের প্রলোভন দিয়ে এক অভিনেত্রীকে ‘রাস’ নামক রিসোর্টে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগে উল্লেখ করেন, ‘চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিংয়ের সময় পরিচালক নাসির উদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন। এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন। একসঙ্গে দু-একটি নাটকের শুটিংও করি। হঠাৎ ঘটনার দিন রাতে শুটিংয়ের কথা বলে তিনি বাসা থেকে আমাকে নিয়ে যান। ২১ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার রাস রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর মাসুদ ও তার সহকারী বাবর আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন।’ তিনি আরও বলেন, ‘পরিচালক ও তার সহযোগী সংঘবদ্ধ ধর্ষণের পর বয়স্ক এক ব্যক্তিও আমাকে ধর্ষণ করেন। তাকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসাবে পরিচয় দেওয়া হয়। এরপর ভয়ভীতি দেখিয়ে বাবর আমার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেন এবং আমাকে রিসোর্ট থ...

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

Image
 ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত কক্সবাজার সদর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে এক জামায়াত নেতাকে খুন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়াও তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। অপর দিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি। এ ছাড়াও তিনি একই এলাকার ছৈয়দ নূরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমিসংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূরের তথা রাফির পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকদ্দমা ছিল। এর অংশ হিসেবে রাফি ও আরো দুই যুবক মিলে নতুন মহালবাজারে প্রকাশ্যে মানুষের মাঝে আমজাদ হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। এতে তিনি গুরুতর জখম হন। আঘাত করে হামলাকারীরা পালিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঈদগাঁও হাসপাতালে নেওয়ার পথে মৃত...

কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন, বেতন বাড়বে যে প্রক্রিয়ায়

Image
 কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন, বেতন বাড়বে যে প্রক্রিয়ায় বেতন নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বেতন কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। জাতীয় বেতন কমিশন থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে। শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd -এ পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ ক...

আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Image
 আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় আগামীকাল মঙ্গলবার (৩০ অক্টোবর) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও সংস্কারের কথা উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের এ...

অবশেষে ডিবি হারুনের সর্বশেষ অবস্থান জানা গেল

Image
 অবশেষে ডিবি হারুনের সর্বশেষ অবস্থান জানা গেল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন) এবার আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, তিনি সেখানে দেশের টাকা লুট করে বিলাসবহুল জীবনযাপন করছেন। অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার এক ফেসবুক পোস্টে এই খবরটি প্রকাশ করে প্রবাসীদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান। তিনি লেখেন: “ডিবি হারুনকে আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে বলে শোনা যাচ্ছে। আমেরিকা প্রবাসীরা সজাগ হন। দেখামাত্র বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।” দেশত্যাগ ও যুক্তরাষ্ট্রে অবস্থান ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনুর রশিদ দেশ থেকে পালিয়ে যান। একটি সূত্র জানিয়েছে, প্রথমে তিনি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় গোপনে অবস্থান করছিলেন। দেশত্যাগ: জানা গেছে, হারুনুর রশিদ ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও ...

৫% সুদে ৩০ লাখ টাকা লোন, দেড় বছর পর কিস্তি শুরু

Image
 ৫% সুদে ৩০ লাখ টাকা লোন, দেড় বছর পর কিস্তি শুরু নিম্ন ও মধ্যবিত্তের জন্য সুখবর—পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার জন্য এখন জামানত ছাড়া সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে। এই ঋণের সুদ হার ৫–৬ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের নতুন সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনার ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছে। ঋণের মেয়াদ ১০ বছর, যার মধ্যে ১৮ মাসের গ্রেস পিরিয়ড রয়েছে। অর্থাৎ, কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল পরিবেশবান্ধব আবাসন নির্মাণের জন্যও ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোম্পানি সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে ৫–৬ শতাংশ সুদে ঋণ দেবে। পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সুদ সর্বোচ্চ ৫%, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে ৫.৫% এবং আট বছরের বেশি মেয়াদে ৬% ধার্য করা হবে। পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ব্যাংকগুলো পরিবেশবান্ধব খাতে আরও কিছু...

দুই মাস আগে কইলো দুবাই আছি, এখন শুনি ফয়সাল পাকিস্তানে নিহত’

Image
 দুই মাস আগে কইলো দুবাই আছি, এখন শুনি ফয়সাল পাকিস্তানে নিহত’ পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ফয়সালের মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সালের মা ও স্বজনদের আহাজারি পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেনের (২২) পরিবার জানত তিনি দুবাইপ্রবাসী। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে তার মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সালের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে মাতম। ফয়সাল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালী গ্রামের আব্দুল আউয়াল মোড়লের ছেলে। ফয়সালের পরিবার রাজধানী ঢাকার জগন্নাথপুর এলাকার আজিজ সড়কে বসবাস করেন। তার বাবা আব্দুল আউয়াল পেশায় একজন ইলেকট্রিশিয়ান ও বড় ভাই আরামান মোড়ল একটি এনজিওতে চাকরি করেন। কার কথায় বা কীভাবে ফয়সাল দেশ ছাড়ে কেউ জানতো না। স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানী নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হয়। এ সময় বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন নিহত হয়।...

খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ

Image
 খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার জেরে গুলিতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। Ad নিহতরা হলেন- উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) ও রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। তারা সবাই খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দা। খাগড়াছড়ি সিভিল সার্জন ছাবের আহম্মেদ বলেন, গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত আহত ১৪ জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ১৩ জন চিকিৎসাধীন, একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, উদ্ভূত পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে। আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ...

এইচএসসির ফল প্রকাশের সময় জানাল বোর্ড

Image
 এইচএসসির ফল প্রকাশের সময় জানাল বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন। কামাল উদ্দিন হায়দার বলেন, ‘এখনো খাতা দেখার কাজ চলছে। এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় বা কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি। তিনবার পরীক্ষা পিছিয়েছে। এতে খাতা মূল্যায়নে শেষ করতে দেরি হচ্ছে। খুব শিগগিরই খাতাগুলো বোর্ডে চলে আসবে। এরপর ফলাফল তৈরি করে প্রকাশ করা হবে। আশা করছি ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।’ এর আগে গত ১৯ আগস্ট চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১-৩১ আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইন অনুযা...

হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস

Image
 হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অ্যাপস দুটি হলো- টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপনা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বেশির ভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। ভার্চুয়াল বৈঠকও করছেন। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস। জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত ২৪ সেপ্টেম্বর ২৪৪ জন নেতাকর্মীকে গ্র...

বাংলাদেশে প্রবেশ করেছে 'র', আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Image
 বাংলাদেশে প্রবেশ করেছে 'র', আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ২৭ ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর একদল কর্মকর্তা বাংলাদেশে ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে প্রবেশ করেছে। এর আগে (২৪ জানুয়ারি, ২০২৫) এক ফেসবুক পোস্ট অনুযায়ী, ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ৬ নভেম্বর ২০২৪ ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন তাদের সফরের ব্যবস্থা করে। উদ্দেশ্য ছিলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) এবং ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা)-এর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করা। তথ্য যাচাই করে জানা গেছে, ৬ নভেম্বর ২০২৪, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ২২৭-এ র-এর উপদেষ্টা ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা—আশোক কুমার সিনহা এবং কনজক তাশি খামপা ঢাকায় আসেন। ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। আশোক কুমার সিনহা ও কনজক তাশি খামপা ...

ঝড় তুললেন পরী মণি

Image
 ঝড় তুললেন পরী মণি ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরী মণি। নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনও নজরে আসেন এই নায়িকা। সচারচর ফেসবুকেই পরী তার রাগ ও ক্ষোভ প্রকাশ করে থাকেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে, ফেসবুকে ভক্তদের জন্য ৩টি নজরকাড়া ছবি পোস্ট করেছেন পরী। ছবিগুলো মূলত একটি গহনার ব্র্যান্ডের জন্য তোলা। গহনা পরিহীত পরী বেশ লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন। এরপর থেকেই কমেন্ট এবং রিঅ্যাক্টের বন্যায় ভাসাচ্ছেন ভক্তরা। Countdown Timer 00:01

জাতীয় পার্টির মহাসচিব গ্রেপ্তার, গুরুতর যে অভিযোগ

Image
 জাতীয় পার্টির মহাসচিব গ্রেপ্তার, গুরুতর যে অভিযোগ জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে ডিবির একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র বলছে, গ্রেপ্তার মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার উৎখাত ষড়যন্ত্রে জড়িত এনায়েত করিম চৌধুরীর সাথে বিশেষ যোগাযোগ ছিল মামুনুর রশিদের। এ অভিযোগে তাকে ডিবিতে নেওয়া হয়েছে। আজই তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হবে। আপনার মতামত লিখুনঃ Countdown Timer 00:01

যে ভিটামিনের অভাবে সবসময় ঘামতে থাকে হাতের তালু

Image
যে ভিটামিনের অভাবে সবসময় ঘামতে থাকে হাতের তালু অনেকেরই হাতের তালু সবসময় ঘামে। অস্বস্তিকর এই সমস্যায় পড়লে স্বাভাবিক কাজকর্মেও বিড়ম্বনায় পড়তে হয়। চিকিৎসাশাস্ত্রে একে বলা হয় পালমার হাইপারহিদ্রোসিস। যদিও এটি মূলত স্নায়ুতন্ত্র ও ঘামগ্রন্থির অতিরিক্ত সক্রিয়তার কারণে হয়ে থাকে, তবুও কিছু ভিটামিন ও মিনারেলের ঘাটতিও ঘামের প্রবণতা বাড়িয়ে দিতে পারে। ভিটামিন ডি ঘাটতি: শরীরের হরমোন ও স্নায়বিক ভারসাম্যে প্রভাব ফেলে। অনেক সময় ভিটামিন ডি-র ঘাটতির লক্ষণ হিসেবে অস্বাভাবিক ঘাম দেখা দিতে পারে। ভিটামিন বি-কমপ্লেক্স (বিশেষত বি১ ও বি১২): স্নায়ুতন্ত্রকে শক্তিশালী রাখে এই ভিটামিনগুলো। এর অভাবে হাত-পায়ের তালুতে অতিরিক্ত ঘাম হতে পারে। ম্যাগনেসিয়াম ঘাটতি: ম্যাগনেসিয়ামের অভাবে স্নায়ু ও পেশীর স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। এতে ঘামের সমস্যা আরও বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কেবল ভিটামিনের ঘাটতি নয়, হাইপারহাইড্রোসিস নামক একটি অবস্থার কারণেও হাতের তালুতে সবসময় ঘাম হতে পারে। ঘরে বসে সমস্যার সাময়িক সমাধান পাওয়া যেতে পারে— নিয়মিত ভিটামিন ও মিনারেল...

সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন

Image
 সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এ বছর দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়। আপনার মতামত লিখুনঃ Countdown Timer 00:01

ডায়াবেটিস বেড়ে গেলে যা করবেন

Image
 ডায়াবেটিস বেড়ে গেলে যা করবেন ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বড় সমস্যা হচ্ছে, যখন-তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। এটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয়— হাইপারগ্লাইসেমিয়া। আর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা ভীষণ জরুরি। এটি সাধারণত মানসিক চাপ, অতিরিক্ত খাবার, শারীরিক পরিশ্রম না করা, সংক্রমণ কিংবা ওষুধের অনিয়মে এ সমস্যা বেশি সৃষ্টি হয়। ডায়াবেটিস কিটো-অ্যাসিডোসিসের মতো জটিলতায় রূপ নিতে পারে।  আর এ জটিলতার লক্ষণগুলো হচ্ছে— বমি, পেটব্যথা, গভীরভাবে শ্বাস নেওয়া, মূত্রত্যাগের পরিমাণ বৃদ্ধি পাওয়া, দুর্বলতা, বিভ্রান্তিসহ চেতনা হ্রাস পাওয়া। হাইপারগ্লাইসেমিয়ার কারণে এ রক্ষণগুলো দেখা দিলে তা আপনার প্রাণঘাতীও হতে পারেচলুন জেনে নেওয়া যাক, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে আপনার করণীয় কী—  শুরুতেই বেশি করে পানি পান করুন। কারণ শরীরে পানিশূন্যতা থাকলে রক্তে শর্করার মাত্রা আরও বেড়ে যায়। এ ছাড়া পানি প্রস্রাবের মাধ্যমে বাড়তি গ্লুকোজ বের করে দিতে সাহায্য করে থাকে। সেই সঙ্গে নিয়মিত হাঁটা কিংবা ব্যায়াম করুন। ...

৭ দিনে চুল পড়া বন্ধ ও পাকা চুল কালো করবেন যেভাবে

Image
 ৭ দিনে চুল পড়া বন্ধ ও পাকা চুল কালো করবেন যেভাবে সাত পদ্ধতিতে চুল পড়া বন্ধ হবে। সেই সঙ্গে পাকা চুল কালো হবে। আপনার দুশ্চিন্তা মুক্ত হবে। এটাও কি সম্ভব?  অসম্ভব। সাত দিনে চুল পড়া বন্ধ ও পাকা চুল কালো করা সম্ভব নয়। কারণ চুল বৃদ্ধির প্রক্রিয়া ধীর এবং এর জন্য ধৈর্য ও ধারাবাহিকতার প্রয়োজন আছে। তবে পেঁয়াজের রস, রোজমেরি ও কাস্টর অয়েল ব্যবহার করে চুলের স্বাস্থ্য উন্নত করা যায়। চুল পড়া কমানো যায় এবং নতুন চুল গজানোর সম্ভাবনা বৃদ্ধি করা যাএকটি কার্যকর পদ্ধতি হলো— প্রতিদিন রোজমেরি তেল ব্যবহার করা, যা চুলের ফলিকলকে উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে।  আপনি চুলের যত্ন নেওয়া শুরু করেছেন নিশ্চয়ই। নানা রকম কেশসজ্জা করার ইচ্ছাও আছে আপনার। এর জন্য হেয়ার কাটও করাচ্ছেন। তবে চুল যদি নিষ্প্রাণ ও জেল্লাহীন হয়, তাহলে সব চেষ্টাই বৃথা। কেশসজ্জা যতই সুন্দর হোক না কেন, রুক্ষ চুলে তা মানাবে না। চুল উঠে পাতলা হয়ে গেলেও দেখতে ভালো লাগবে না। তাই হাতে সময় থাকতে চুলের যত্ন নেওয়া শুরু করুন।  বিশেষ এই পূজায় ঘন, লম্বা ও জেল্লাদার চুল...