ঝড় তুললেন পরী মণি
ঝড় তুললেন পরী মণি
ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরী মণি। নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনও নজরে আসেন এই নায়িকা। সচারচর ফেসবুকেই পরী তার রাগ ও ক্ষোভ প্রকাশ করে থাকেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে, ফেসবুকে ভক্তদের জন্য ৩টি নজরকাড়া ছবি পোস্ট করেছেন পরী। ছবিগুলো মূলত একটি গহনার ব্র্যান্ডের জন্য তোলা। গহনা পরিহীত পরী বেশ লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন। এরপর থেকেই কমেন্ট এবং রিঅ্যাক্টের বন্যায় ভাসাচ্ছেন ভক্তরা।
00:01

Comments
Post a Comment