বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা, আহত ৩০

 বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা, আহত ৩০



টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলুর পক্ষে লিফলেট বিতরণের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে দেলদুয়ার উপজেলার এলাসিন কুলুবাড়ি এলাকায় এ হামলায় অন্তত ২৫–৩০ জন আহত হন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।


বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হক পাপনের বিশ্বস্ত সহযোগী জুয়েল সরকারের নির্দেশে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।


তারা জানায়, শনিবার সকালে বিএনপির প্রার্থীর পূর্বঘোষিত কর্মসূচি ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণের সময় বিসিবির কর্মচারী জুয়েল সরকারের লোকজন ফেস্টুন সহকারে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে, কুপিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমপক্ষে ২৫-৩০ জনকে আহত করে। এদের মধ্যে সাতজন মারাত্মকভাবে আহত হয়েছে।


বিসিবির হিসাব রক্ষণ বিভাগে চাকরির সুবাদে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে জুয়েলের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংসহ অবৈধভাবে শত শত কোটি টাকা অর্জনেরও অভিযোগ রয়েছে। টিভি চ্যানেল এনটিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে জুয়েল সরকারের সব অপকর্ম ও টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জুয়েল সরকার দেলদুয়ার আসন থেকে হেলিকপ্টার প্রতীক নিয়ে অংশ নিয়ে পরাজিত হয়। এছাড়াও বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণায় জনসভা, গণসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল।


ইদানীং জুয়েল সরকার স্থানীয় প্রভাবশালী নেতাদের বশে এনে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টায় লিপ্ত রয়েছে। এমনকি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টাও করে। কিন্তু মনোনয়ন না পাওয়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে জানান মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু।


তিনি আরো বলেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আজ ফ্যাসিস্টরা মরিয়া হয়ে লেগেছে। তার সঙ্গে যোগ দিয়েছে দলের নাম ব্যবহার করে চলা বিপথগামী হাতেগোনা কয়েকজন লোক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থনের মাধ্যমে তাদের উচিত জবাব দেওয়া হবে।


এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে জুয়েল সরকার তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। এনটিভিতে প্রচারিত প্রতিবেদনের ব্যাপারে তিনি বলেন, গত বছরের পাঁচ আগস্টের পর তিনি বিসিবিতে বিএনপির পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করা হয়েছে। আর শনিবারের হামলার ব্যাপারে তিনি উল্টো প্রতিপক্ষকে দায়ী করে বলেন, তার পক্ষে মানববন্ধন কর্মসূচি চলাকালে তার লোকজনের ওপর উল্টো হামলা হয়েছে। এ সময় তার আয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে লাইন কেটে দেন।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!