সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের

 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের




‎কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশাচাপায় সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় মসজিদের ইমাম। ‎‎



বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন নামক স্থানে এ ঘটনা ঘটে।



‎‎নিহত হাফেজ সাইফু্ল ইসলাম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকার মৃত নুরুল আলমের ছেলে।



‎‎প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার হাসান বলেন, নিহত হাফেজ সাইফুল ইসলাম আমার দোকানের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেকুয়া বাজার দিক থেকে আসা মগনামামুখী একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। অটোরিকশাটি উল্টে গিয়ে ৩ যাত্রীও আহত হন। পরে হাফেজ সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



‎নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাফেজ সাইফুল ইসলাম চট্টগ্রামের রাউজান এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন। চাকরির কারণে বেশ কিছু দিন আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয় না। ছুটি নিয়ে নিজ এলাকায় এসে ছোট বোনকে দেখতে পেকুয়া ভোলাইয়াঘোনা বোনের শ্বশুর বাড়িতে যান। বোনের সঙ্গে দেখা করে বাড়ি ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। হাফেজ সাইফুল ইসলাম ৩ সন্তানের জনক।



‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করবে না উল্লেখ করে আবেদন করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!