বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

 বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে ভূকম্পন অনুভূত হয়।




যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাত পৌনে ১০টা নাগাদ প্রথম কম্পন রেকর্ড করা হয়। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া ১১টার দিকে। প্রতিটি ভূকম্পের মাত্রা ছিল চারের ওপর।



আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে এবং সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরের একটি কম্পনের মাত্রা ছিল ৫। রিখটার স্কেলে রেকর্ড করা অন্যান্য কম্পনের মাত্রা ছিল ৫, ৪.৯, ও ৪.৬। আর এসব ঘটে দেড় ঘণ্টা সময়ের মধ্যে।



পরে বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। রাশিয়া ছাড়াও জাপানে সুনামি আঘাত হেনেছে। এ প্রক্রিয়া এখনও চলছে।




মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় আঘাত হানে, যা অগভীর ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৬ কিলোমিটার (৮০ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে।



এদিকে রাশিয়ার কামচাটকায় ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি সক্রিয় হয়েছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। এরই মধ্যে ৩ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তর আকাশ ঢেকে দিয়েছে। যে কোনো সময় লাভার উদগিরণ হওয়ার শঙ্কায় আতঙ্কিত ওই অঞ্চলের বাসিন্দারা।



রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের কামচাটকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের তথ্যানুসারে, কামচাটকার ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!