টেকনাফে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু
টেকনাফে বিলে ডুবে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত দুই শিশু হলো হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকার মোহাম্মদ আবদুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।
আজ শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন হ্নীলার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।
স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আজ দুপুরে অভিভাবক ও বাড়ির লোকজনের অগোচরে বৃষ্টির পানিতে স্থানীয় একটি বিলে শিশুরা খেলছিল। একপর্যায়ে বিলের গভীর পানিতে দুই শিশু ডুবে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে। পরে শিশুদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা দুই শিশুর লাশ নিজেদের বাড়িতে নিয়ে যান।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দুটি দাফন করার জন্য প্রশাসনের অনুমতির চেষ্টা করা হচ্ছে। হ্নীলার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বর্ষা মৌসুমে এলাকায় এ রকম পানি জমে থাকে। তাই সব পরিবারকে সচেতন থাকতে হবে। যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। তারপরও এ বিষয় নিয়ে ইউনিয়নে মাইকিং করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments
Post a Comment