এক ফোটা বীর্জ তৈরিতে কত ফোটা রক্ত লাগে

 এক ফোটা বীর্জ তৈরিতে কত ফোটা রক্ত লাগে









বীর্য তৈরি হওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল এবং এটি সরাসরি রক্ত থেকে "কত ফোঁটা রক্ত" লেগে তৈরি হয়, তা পরিমাপ করা সম্ভব নয়। এটি একটি মিথ্যা ধারণা যে নির্দিষ্ট পরিমাণ রক্ত বীর্যে রূপান্তরিত হয়।




প্রাচীনকাল থেকে কিছু সংস্কৃতিতে এই বিশ্বাস প্রচলিত আছে যে, ৪০ ফোঁটা রক্ত থেকে ১ ফোঁটা বীর্য তৈরি হয়, অথবা ৪০ বার খাবার খেলে ১ ফোঁটা বীর্য তৈরি হয়। তবে, আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই ধারণাকে সমর্থন করে না।




আসলে, বীর্য রক্তের সরাসরি রূপান্তরিত রূপ নয়। বীর্য তৈরি হয় শুক্রাশয় (testicles) এবং অন্যান্য প্রজনন অঙ্গের মধ্যে থাকা বিশেষ কোষ থেকে। এই কোষগুলো রক্ত থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে এবং শুক্রাণু ও বীর্যরস তৈরি করে। রক্ত সারা শরীরে পুষ্টি এবং অক্সিজেন বহন করে, এবং এর একটি অংশ প্রজনন অঙ্গগুলিতেও যায়, কিন্তু এটি সরাসরি বীর্যে রূপান্তরিত হয় না।




বীর্য উৎপাদন একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এর জন্য রক্ত ক্ষয় হয় না বা এটি শারীরিক দুর্ব

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

স্বামী যদি স’হবা’সে অ’ক্ষ’ম হয়, তাহলে স্ত্রীর কী করা উ’চিৎ

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

স্ত্রীর সঙ্গে স্বামীর উচ্চতার তফাৎ কতটা হলে স"হ"বাসে তৃপ্তি হয়