আগেআগামী নির্বাচনে ১৫০টি আসন পাবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

 আগেআগামী নির্বাচনে ১৫০টি আসন পাবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী







আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ১৫০টি আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া তাদেরকে শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।


সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মি. পাটওয়ারী।


তিনি বলেন, “প্রতীক নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। এনসিপির নিবন্ধনটা অবশ্যই শাপলা, সাদা শাপলা, লাল শাপলা যে তিনটি প্রতীকের কথা বলেছি এর মধ্যেই হতে হবে, এ থেকে আমরা সরছি না।”


সোমবার নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠকে অংশ নিয়েছিল এনসিপি।


ওই বৈঠক শেষে মি. পাটওয়ারী জানান, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির দলীয় নিবন্ধন, প্রতীক ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

স্বামী যদি স’হবা’সে অ’ক্ষ’ম হয়, তাহলে স্ত্রীর কী করা উ’চিৎ

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

স্ত্রীর সঙ্গে স্বামীর উচ্চতার তফাৎ কতটা হলে স"হ"বাসে তৃপ্তি হয়