ধর্ষণ মামলায় নোবেলের বিরুদ্ধে চার্জশিট

 ধর্ষণ মামলায় নোবেলের বিরুদ্ধে চার্জশিট



অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতন করার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন। গত ২৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। 


সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেন। 


বিজ্ঞাপন



আদালত সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর অভিযোগপত্র উপস্থাপন করা হবে। মামলায় নোবেল জামিনে আছেন। 


অভিযোগের নথিতে বলা হয়, নোবেল বাদীকে বসতঘরে আটকে রেখে ধর্ষণ করেন এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করেন। তাঁর কথামতো না চললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় বাদীকে মারধরের কথাও অভিযোগে উল্লেখ আছে।


আরো বলা হয়, মোহাম্মদপুরে ভাড়া থাকাকালে ইডেন শিক্ষার্থীর সঙ্গে ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের পরিচয় হয়। গত বছরের ১২ নভেম্বর তিনি বাদীকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা এলাকার বাসায় নিয়ে যান। বাদী বের হতে চাইলে নোবেল ও আরো দুই-তিনজন তাঁকে আটকে রাখেন এবং তাঁর মোবাইল ফোন নিয়ে নেন। পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে ২৬ হাজার টাকার ফোনটি ভেঙে ফেলেন নোবেল।


বিজ্ঞাপন



সেদিনই নোবেল গ্রেপ্তার হন এবং আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। পরে কারামুক্ত হতে নোবেল ওই তরুণীকে বিয়ের সিদ্ধান্ত নেন। আদালতের অনুমতি নিয়ে ২০ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিয়ে সম্পন্ন হয়। কাবিন ধার্য হয় ১০ লাখ টাকা। চারদিন পর তিনি জামিনে মুক্তি পান।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!