হাদির গুলিবিদ্ধের ঘটনার বিষয়টি বিছিন্ন ঘটনা’ বক্তব্যের বাখ্যা দিল ইসি
হাদির গুলিবিদ্ধের ঘটনার বিষয়টি বিছিন্ন ঘটনা’ বক্তব্যের বাখ্যা দিল ইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীতে আইএফইএস আয়োজিত একটি অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’ এই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের দেওয়া এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেয় সংস্থাটি। বিজ্ঞাপন এতে বলা হয়েছে, আজ ১৫ ডিসেম্বর সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীতে IFES কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের একটি অংশকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য ব্যাখা...