দুপক্ষের সংঘর্ষে নিহত ৩

 দুপক্ষের সংঘর্ষে নিহত ৩



কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরীতে জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে দুপক্ষের সংঘ‌র্ষে এক নারীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন।


রোববার (৩০ নভেম্বর) দুপু‌রে উপ‌জেলার স‌ন্তোষপুর ইউনিয়‌নের হাইলাটারী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। না‌গেশ্বরী থানার ওসি রেজাউল ক‌রিম রেজা বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।


তিনি বলেন, নিহত নারীর প‌রিচয় তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়‌নি। অপর দুজ‌নের নাম আলতাফ ও মা‌নিক ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে। পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি শান্ত করেছে, অভিযুক্ত‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা চলছে।



Countdown Timer

Popular posts from this blog

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!