নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ১২

 নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ১২





কুমিল্লা নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেয়ার অভিযোগে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দুইটি সিএনজিচালিত অটোরিকশাযোগে একদল ছাত্রলীগ কর্মী কুমিল্লা নগরীর ঈদগাহ এলাকায় এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নগর উদ্যানের গেট পর্যন্ত গিয়ে শেষ হয়। এরপর তারা দ্রুত সিএনজিতে করে সরে যান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান শুরু করে।




গ্রেপ্তারকৃতরা হলেন- আকরাম হোসেন ওকি, মো. সাগর, মহিউদ্দিন সুমন, রাসেল হোসেন, মো. ফয়সাল, মাকসুদুর রহমান (বাবলু), আমিন খান নাহিদ, তুহিন আলম, কাজী শামসুল আলম, মোহাম্মদ মোবারক হোসেন রুবেল, আব্দুল্লাহ আল হাদী এবং গোলাম কিবরিয়া চৌধুরী।


কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত বিভিন্ন মামলার আসামি।


তিনি আরও জানান, শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুনঃ


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!