বিএনপির খসড়া তালিকায় স্থান পেলেন যেসব নেতা
বিএনপির খসড়া তালিকায় স্থান পেলেন যেসব নেতা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির হাইকম্যান্ড নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায়। ইতিমধ্যে প্রায় ২০০ নেতাকে অনানুষ্ঠানিকভাবে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, গ্রহণযোগ্য প্রার্থী খুঁজে বের করতে এরই মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে। সেই জরিপের ফলাফল, নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মতামত এবং তৃণমূল জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০টি আসনে এখনো যাচাই-বাছাই চলছে।
ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে বেশ কয়েকটিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-৪ আসনে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা-৮ আসনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৩ আসনে সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৬ আসনে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা-১৭ আসনে সমমনা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দাল রহমান পার্থকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
ঢাকার বাইরে যেসব আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—পঞ্চগড়-১ ও ২, কুড়িগ্রাম-৩, পাবনা-২, ৩ ও ৪, চুয়াডাঙ্গা-১, ঝিনাইদহ-৪, যশোর-৩, খুলনা-৩ ও ৪, পটুয়াখালী-৪, ভোলা-২, ৩ ও ৪, বরিশাল-১, ৩ ও ৪, ফরিদপুর-৪, জামালপুর-১ ও ৩, টাঙ্গাইল-৫ এবং ময়মনসিংহ-৪ আসন।
জ্যেষ্ঠ নেতাদের মতে, যেসব প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে তাদের নির্বাচন প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে যেসব এলাকায় কোন্দল বা মনোনয়নপ্রত্যাশীদের বিভাজন রয়েছে, সেসব ক্ষেত্রে প্রার্থীদের স্কাইপে যুক্ত করে সরাসরি নির্দেশনা দিচ্ছেন তিনি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে। এর মধ্যে মাঠ জরিপ, তৃণমূল নেতাকর্মীদের মতামত সংগ্রহসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ায় যারা এগিয়ে থাকবেন তাদেরই মনোনয়ন দেওয়া হবে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।”
সূত্রঃ দৈনিক সমকাল
Comments
Post a Comment