সংঘর্ষ-গোলাগুলি, ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হল বিএনপির উপজেলা কার্যালয়

 সংঘর্ষ-গোলাগুলি, ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হল বিএনপির উপজেলা কার্যালয়






পাবনার বেড়া পৌর এলাকার একটি নদীঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। দীর্ঘদিন ধরে এই ঘাটের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ছিল। তবে গত ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আওয়ামী লীগের একটি অংশ স্থানীয় বিএনপির একটি গ্রুপকে সঙ্গে নিয়ে ঘাটটি পরিচালনা করছিল।


সম্প্রতি বিএনপির আরেকটি অংশ, নেতা হাসান আলীর নেতৃত্বে, ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এই দ্বন্দ্বের জেরে সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


এ বিষয়ে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে, সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করছি না। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’


বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের লোকজন জড়িত। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বর্তমানে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে রয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

স্বামী যদি স’হবা’সে অ’ক্ষ’ম হয়, তাহলে স্ত্রীর কী করা উ’চিৎ

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

স্ত্রীর সঙ্গে স্বামীর উচ্চতার তফাৎ কতটা হলে স"হ"বাসে তৃপ্তি হয়