হাই ব্লাড প্রেশার কেন লিভারের জন্য বিপজ্জনক?

 হাই ব্লাড প্রেশার কেন লিভারের জন্য বিপজ্জনক?






হাইপারটেনশনকে বলা হয় “সাইলেন্ট কিলার” বা নীরব ঘাতক। এটি শুধু হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কের জন্য নয়, বরং লিভারের কার্যকারিতাকেও প্রভাবিত করে। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে ফ্যাটি লিভার ডিজিজ (MASLD), লিভার এনলার্জমেন্ট এমনকি সিরোসিস পর্যন্ত হতে পারে। ফলে শরীরে বাড়ে ক্লান্তি, ব্রেন ফগ, হজমের সমস্যা, এমনকি অকাল বার্ধক্যের ঝুঁকিও।




লিভারের ক্ষতি বাড়ায় এমন ৪টি সতর্ক সংকেত




চিকিৎসকদের মতে, হাই ব্লাড প্রেসারে ভুগছেন এমন ব্যক্তিদের যদি নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে অবহেলা করা একেবারেই উচিঅকারণ ক্লান্তি ও ব্রেন ফগ – বিশ্রাম নেওয়ার পরও যদি শরীর ঝিমঝিম করে বা মাথা ঝাপসা লাগে, এটি লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে।






2. পেটের ডান দিকে ব্যথা – অনেক সময় লিভার ফুলে যাওয়া বা এনলার্জমেন্ট বদহজম ভেবে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু এটি হাইপারটেনশনের সঙ্গে সম্পর্কিত হতে পাত্বক ও চোখে হলুদ আভা – শরীরে বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিসের মতো লক্ষণ দেখা দেয়। এটি লিভারের ক্ষতির সরাসরি সঙ্কেত।






4. গাঢ় প্রস্রাব ও ফ্যাকাশে মল – প্রস্রাব গাঢ় বা মল ফ্যাকাশে হলে বুঝতে হবে লিভারের কার্যকারিতা ব্যাহত হচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

স্বামী যদি স’হবা’সে অ’ক্ষ’ম হয়, তাহলে স্ত্রীর কী করা উ’চিৎ

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

স্ত্রীর সঙ্গে স্বামীর উচ্চতার তফাৎ কতটা হলে স"হ"বাসে তৃপ্তি হয়