সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন
সারাদেশে ৭১ হাজার পুলিশ মোতায়েন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এ বছর দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৩ হাজার ৩৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুনঃ
00:01
Comments
Post a Comment