ভারত ম্যাচের আগেই মিলল সুসংবাদ

 ভারত ম্যাচের আগেই মিলল সুসংবাদ





এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে আইসিসি থেকে সুসংবাদ পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং আপডেটে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ফিরেছেন সেরা দশে। আর ব্যাটিংয়ে বড় লাফ দিয়েছেন তরুণ ব্যাটার সাইফ হাসান।



এশিয়া কাপে শেষ দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। বল হাতে করেছেন ছয় উইকেট শিকার। দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ছয় ধাপ এগিয়ে বাঁহাতি এই পেসার আবারও জায়গা করে নিয়েছেন সেরা দশে। বর্তমান দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ফিজ।



সুপার ফোরের প্রথম ম্যাচে ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে সাইফ হাসান ব্যাটিং তালিকায় রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন। এক লাফে ১৩৩ ধাপ এগিয়ে তিনি এখন উঠে এসেছেন ৮১তম স্থানে।



শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল শেখ মাহেদীর। এই পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে আছেন তিনি। রিশাদ দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বর স্থানে আছেন। তাসকিন আহমেদ এক ধাপ নিচে নেমে তার অবস্থান এখন ৩১ নম্বরে। তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে আছেন ৪০তম স্থানে। আর শরিফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৪তম স্থানে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

স্বামী যদি স’হবা’সে অ’ক্ষ’ম হয়, তাহলে স্ত্রীর কী করা উ’চিৎ

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

স্ত্রীর সঙ্গে স্বামীর উচ্চতার তফাৎ কতটা হলে স"হ"বাসে তৃপ্তি হয়