ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে গ্রেপ্তার

 ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে গ্রেপ্তার



ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তিন মানবপাচারকারী দালালকেও আটক করা হয়।



শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।




গ্রেপ্তার রিয়াজ উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে বলে জানা গেছে।



স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) অবৈধভাবে ভারতে পালানোর জন্য রিয়াজ উদ্দিন মহেশপুর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের দালাল ভজের আলীর কাছে পৌঁছান। এ সময় দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে দুদিন ধরে তাকে আটক রেখে হত্যার হুমকিও দেয়।




শনিবার ভোরের দিকে মোটরসাইকেলে করে তাকে শহরে নেওয়ার সময় সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা দুই দালালসহ রিয়াজকে আটক করে।




এ সময় খবর পেয়ে দালাল চক্রের অন্যতম সদস্য ভজের আলী, বিজিবি সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে এসে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকেও আটক করে। পরে বিজিবি সদস্যরা আটক দালালদের নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন এবং থানা পুলিশে খবর দেন। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজ উদ্দিন ও তিন দালালকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।



স্থানীয় শ্যামকুড় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, দালালরা রিয়াজকে মাঠের মধ্যে রাস্তা দিয়ে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন জানান, দালালরা তাকে তিনদিন ধরে আটকে রেখেছে। তার কাছে থাকা ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে গেছে। ঘটনাটি আমি পুলিশকে জানালে তারা এসে থানায় নিয়ে যায়।



মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন কালবেলাকে বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ তিন দালালকে থানায় নিয়ে আসা হয়েছে। রিয়াজের নামে ঢাকার যাত্রাবাড়ী ও ভাটোরা থানায় হত্যা ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বর, হাসপাতালে মৃত্যু

সন্তানের সামনেই মাকে গণধর্ষণ আর্মি অফিসারদের! বিশ্বজুড়ে তোলপাড়

কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিন!