ইউপি সদস্যকে গুলি করে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
ইউপি সদস্যকে গুলি করে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ গ্রেপ্তার। শুক্রবার রাতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা অশোকতলা এলাকায় র্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১১-এর কুমিল্লার কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তার শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।
মেজর সাদমান জানান, নাঙ্গলকোট বক্সগঞ্জ আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশ পরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। তারই জের ধরে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।
আরও পড়ুনঃ ট্রাম্পের হুঁশিয়ারির পর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল ভারত
এ ঘটনার পর গত ৩ আগস্ট দুপুরে দক্ষিণ আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে জোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেন।
নাঙ্গলকোট থানা ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আসামিকে র্যাব থেকে বুঝে নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
Comments
Post a Comment