ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার নেতাকে বিএনপির বহিষ্কার

 ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার নেতাকে বিএনপির বহিষ্কার



সিলেটে ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. মাহফুজুর রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি। তিনি পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা।



শনিবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশক্রমে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।


একইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বহিস্কারের তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণধোলাইয়ের শিকার হন এবং তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়েছে।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বর, হাসপাতালে মৃত্যু

সন্তানের সামনেই মাকে গণধর্ষণ আর্মি অফিসারদের! বিশ্বজুড়ে তোলপাড়

কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিন!