পুরান ঢাকায় লাল চাঁদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

 রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাগর (৩৬)।



আজ মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করে কোতায়ালি থানার পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাল চাঁদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র‌্যাব ১১ জনকে গ্রেপ্তার করেছিল। সাগরকে গ্রেপ্তারের পর আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১২। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নয়জন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।


৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে হত্যা করেন একদল লোক। পিটিয়ে, ইটপাথরের খণ্ড দিয়ে আঘাত করে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর ওঠে হত্যাকারীদের লাফাতে দেখা যায় সিসিটিভি ক্যামেরার (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজে।

নৃশংস এ হত্যার ঘটনায় ১০ জুলাই নিহতের বড় বোন বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!