নারীকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা না নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা

 নারীকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা না নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা



রাজধানীর শাহ আলী এলাকায় এক নারীকে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এই মামলা রেকর্ড হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান।


পুলিশ বলছে, মামলার আসামি জাকির হোসেন ঢাকা উত্তর সিটির ৮ নম্বর ওয়ার্ড ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক।

ডিসি মাকছুদের রহমান প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী নারী মামলায় অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন তাঁকে মারধর করেছেন। পরে ভুক্তভোগী নারী মামলা করার জন্য শনিবার রাত ১০টার পর শাহ আলী থানায় আসেন। খবর পেয়ে বিএনপি নেতা জাকির হোসেন থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। একই সঙ্গে মামলা রেকর্ড না করার জন্য চাপ সৃষ্টি করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, থানা ঘেরাওয়ের চেষ্টার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। পরে জাকির হোসেনের অনুসারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারীকে মারধরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

স্বামী যদি স’হবা’সে অ’ক্ষ’ম হয়, তাহলে স্ত্রীর কী করা উ’চিৎ

মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

স্ত্রীর সঙ্গে স্বামীর উচ্চতার তফাৎ কতটা হলে স"হ"বাসে তৃপ্তি হয়