গাংনীতে বিএনপি নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

 গাংনীতে বিএনপি নেতার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার



মেহেরপুরের গাংনী উপজেলায় এক বিএনপি নেতার বাড়ি থেকে পিস্তল ও তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। ওই নেতাকে আটক করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।


আটক ব্যক্তির নাম জাফর আলী। তিনি উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাফর আলীর গ্রামের বাড়িতে অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।


এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল। তিনি বলেন, অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাঁর নামে থানায় মামলা করা হচ্ছে। এরপর তাঁকে আদালতে পাঠানো হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বর, হাসপাতালে মৃত্যু

সন্তানের সামনেই মাকে গণধর্ষণ আর্মি অফিসারদের! বিশ্বজুড়ে তোলপাড়

কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিন!