অর্থবছর শেষে দেশের রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

 অর্থবছর শেষে দেশের রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক



দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৬৮৩ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


 

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গত ৩০ জুন অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের শেষ দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৬৮৩ দশমিক ৯৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৬৬৩ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার।

 

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বর, হাসপাতালে মৃত্যু

সন্তানের সামনেই মাকে গণধর্ষণ আর্মি অফিসারদের! বিশ্বজুড়ে তোলপাড়

কোন ভি’টামিনের অভাবে অতিরিক্ত ঘাম ঝরে, জেনে নিন!